কালনা মহকুমা


উইকিমিডিয়া প্রকল্পের অবদানকারীগণ

Article Images

কালনা মহকুমা

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি মহকুমা

কালনা মহকুমা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি মহকুমা। মহকুমার সদরদপ্তর কালনায় অবস্থিত।

কালনা মহকুমা
মহকুমা
কালনা মহকুমার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৩′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২৩.২২° উত্তর ৮৮.১৭° পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব বর্ধমান
সদরদপ্তরকালনা
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএসও ৩১৬৬-২:আইএন

কালনা মহকুমা ভাগীরথী অববাহিকা জুড়ে বিস্তৃত । যার পশ্চিম অংশ বর্ধমান সমভূমিতে প্রবেশ করে। যা পশ্চিম বর্ধমান জেলার কেন্দ্রীয় সমতল এলাকা।[]

 

এই মহকুমাটিতে কালনা মিউনিসিপালিটি সহ পাঁচটি ব্লক যথাঃ কালনা ১, কালনা ২, মন্তেশ্বর, পূর্বস্থলী ১ ও পূর্বস্থলী ২।[]

 

পাঁচটি ব্লকে ৪৭টি গ্রাম পঞ্চায়েত এবং ছয়টি জনগণনা নগর বা সেন্সাস টাউন আছে।[]

  1. "Census of India 2011, West Bengal: District Census Handbook, Barddhaman" (পিডিএফ)Physiography, pages 13-14। Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭
  2. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blcks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৬
  3. "PANCHAYATS"wbprd.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৫